Header Ads

Header ADS

 আস্সালামুআলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন। অনেক দিন যাবৎ চাচ্ছিলাম একটা সঠিক কন্টেন্ট দিব ।

তাই আজকে চলে আসলাম ...
ওকে আমি চাই আমরা যারা বেকার, কিংবা নতুন ব্যবসার উদ্ভাবন করার চিন্তা করছেন তাদের জন্য আমার এই পোষ্টটি ক্রিয়েট করা ।
আপনি কি চান নিজে স্বাবলম্বি হতে, কিংবা অতি দ্রুত সময়ে নিজেকে একটি প্লাটফর্মে
নিয়ে যেতে যেখানে আপনার চাহিদা, আপনার স্বাধীনতা, আপনার মতামতই যথার্থ ভূমিকা পালন করবে, ব্যবসায়ে লাভ কিংবা ক্ষতি আপনার নিজেকেই প্রভাবিত করবে , অন্যের প্রভাব বা দায় নিতে হবে না বলতে পারেন এটি কোন প্লাটফরম?

হ্যা ! ঠিক ধরেছেন, এটি ব্যবসা।
বর্তমান সময়ে অর্থ উপার্জনের একটি বড় ও সহজ সাপেক্ষ ট্রিকস হলো ব্যবসা। তবে সব ব্যবসায়ের যে অনেক লাভ তা কিন্তু নয়। আমি সেটা বলছিও না, তবে আপনি যেহেতু নতুন উদ্যোক্তা আপনাকে সবার প্রথমে যে বিষয়গুলো প্রয়োজন হবে সেটি হলো:
১. সঠিক সিদ্ধান্ত
২. কঠোর পরিশ্রম করার দৃত প্রত্যয় ও
৩. সততা।
তিনটি বিষয়ের মধ্যে সবগুলো বিষয়ই একে অপরের সাথে ওতপ্রতভাবে জড়িত।
কারন ব্যবসায়র শুরুতে অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে:- আপনি কোন ধরনের ব্যবসা করতে চান, কোন ক্যটাগরির
ব্যবসায়(ইলেক্ট্রনিক্স,মুদি...) । কারন আপনার ভুল সিদ্ধান্ত আপনার শুরুতেই ধাক্কা দিতে পারে যা আপনার জন্য কখনোই শুখকর বিষয় হবে না। এছাড়া অন্যান্য সফল ব্যবসায়ীদের মতো (যারা শুরুতে ব্যবসায় ধরাশায়ী হয়েও কঠোর প্রচেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন) আপনার জন্য সেটা নাও হতে পারে। এজন্য আপনার চাই সঠিক পরিকল্পনা। আমার মনে হয় এক্ষেত্রে ইলেক্ট্রনিকস্ সেক্টর হতে পারে আপনার জন্য সঠিক ক্যাটাগরি।
বাংলাদেশে দিন দিন ইলেক্ট্রনিক্স এর ব্যবসার চাহিদা বেড়েই চলছে, তাই লাভ জনক ও সম্বাভনাময় এই ব্যবসা আপনিও করতে পারেন।
আজ আমি আপনাদের ইলেক্ট্রনিকস ক্যাটাগরি নিয়ে এবং আমি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করছি সেই বিষয় নিয়ে আলোচনা
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
কিছু ইলেক্ট্রনিক্স পণ্যের তালিকা ঃ
এনার্জি লাইট, চার্জার লাইট সিলিং ফ্যান, টেলিভিশন, ফ্রিজ, স্ট্যাবিলাইজার, ব্লেন্ডার মেশিন, স্পিকার, আয়রন, পানির ফিল্টার, সিডি/ডিভিডি প্লেয়ার, মাল্টিপ্লাগ, আইপিএস, ইউপিএস, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, ক্যামেরা, রুম হিটার বা গিজার, এয়ার কন্ডিশন, এয়ার কুলার, কম্পিউটার সেট।
উপরের যেকোনো একটি অথবা একাধিক ক্যাটাগরি দিয়ে আপরি আপনর ডিলার শিপ বা খুচরা ব্যবসা করতে পারেন ।
তবে উপরের ক্যাটাগরির গুলোর মধ্যে আমার সবচেয়ে চয়েজেবল ক্যাটাগরি হলো এলইডি লাইট।
এখানে আপনি যদি নিজে এলইডি লাইট প্রস্তুত কারক হতে পারেন তাহলে সবচেয়ে ভালো আর যদি প্রস্তুতকারক হতে না চান তবুও সমস্যা নেই ভালো মানের লা্ইট কিনেও আপনি হতে পারেন , সেটি কিভাবে সেই ধারনাই দিবো পরের পোষ্ট এ .. পরবর্তী পোস্ট পেতে চাইলে পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
What'sapp : 015186-58485

No comments

Powered by Blogger.