Header Ads

Header ADS

LED LIGHT বা (বিদ্যুৎ সাশ্রয়ী বাতি)

 LED LIGHT বা (বিদ্যুৎ সাশ্রয়ী বাতি):

একপ্রকার বৈদ্যুতিক বাতি যা ব্যবহারে কম বিদ্যুৎ প্রযৈাজন হয়। এ বাতির প্রকৃত কারিগরি নাম হলো কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প (সংক্ষেপে সিএফএল)। বিশেষ প্রযুক্তির কারণে এই বাতি সাধারণ অর্থাৎ ইনক্যানডিসেন্ট ল্যাম্প থেকে কম বিদ্যুৎ ব্যবহার করে এবং একই সঙ্গে অল্প বিদ্যুৎ থেকে বেশি আলো বিকীরণ করে। সাধারণত বাসা বাড়িতে ব্যবহারের জন্য ৬০ ওয়াট থেকে ১০০ ওয়াটের বিভিন্ন প্রকার সাধারণ বাতি বা বাল্ব ব্যবহার করা হয়। যার অর্থ হলো প্রতি ঘণ্টায় এই বাল্বগুলো ৬০ ওয়াট থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। কিন্তু সমপরিমাণ আলো পেতে বিদ্যুৎ সাশ্রয়ী বাতির বিদ্যুৎ খরচ হয় মাত্র ৯ থেকে ১১ ওয়াট।
মূলত গত পর্বে আমরা এলইডি লাইট নিজে উৎপাদন করে সেখান থেকে সফলতা অর্জন করা যায় সেটা নিয়ে আলোচনা করে ছিলাম । তবে যারা এরকম নিজে তৈরী করে লাইট সেল করতে না চান তাদের জন্য সহজ একটি সিস্টেম হচ্ছো উৎপাদনকারাীর নিকট থেকে কিনে পাইকারী/খুচরা সেল করা। এক্ষেত্রে সঠিক উৎপাদকের নিকট থেকে পন্য কেনার দ্বারা পণ্য ক্রয়ে সাশ্রয় হয় তাছাড়া নিজের চাহিদা মাফিক পণ্য ক্রয় করা যায় ।
এছাড়া অনলাইন প্লাটফরম হচ্ছে ক্রয়-বিক্রয় এর বড় প্লাটফরম । যা আপনার ব্যবসায়কে এগিয়ে নিতে সবাত্মক ভুমিকা পালন করবে । (আগামী টপিকস হবে ইলেক্ট্রনিক্স এর জনিপ্রিয় ক্যাটাগরি ( LED LIGHT) এর উৎপাদক কর্তৃক ক্রয়ের সঠিক সিস্টেম .. ্এলইডি লাইটের মান , দাম ইত্যাদি নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। (আল্লাহ হাফেজ )
পরবর্তী পোষ্ট পেতে যাদের লাইক দেয়া নাই তারা লাইক দিয়ে জয়েন করুন ও ফলো করে রাখুন।

Fae Book page : facebook.com/ub.ltd/




No comments

Powered by Blogger.